Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০১৬

বিশ্ব খাদ্য দিবস ২০১৬ এর সমাপনী অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2016-10-20

রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে ১৮ অক্টোবর, ২০১৬ তারিখে শেষ হলো তিনদিন ব্যাপী বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত খাদ্য মেলার সমাপনী অনুষ্ঠান। কৃষি মন্ত্রণালয় ও এফএও এর উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও ১৬ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ গুরুত্বসহকারে পালিত হলো বিশ্ব খাদ্য দিবস-২০১৬। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম বলেন, আগামীতে আরো বৃহত্তর পরিসরে খাদ্য মেলার আয়োজন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আরও বেশি প্রতিষ্ঠান এ খাদ্য মেলায় অংশগ্রহন করে আমাদেরকে অনুপ্রাণিত করবে।

তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় সরকারি বেসরকারি ২৪টি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে পুরষ্কার বিতরণ করেন।  মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন মডেল, হাইব্রিডসহ উন্নত জাতের মানসম্পন্ন বিভিন্ন ফসলের বীজ, সংস্থার খামারে উৎপাদিত বিভিন্ন ফলমূল ও শাকসবজি প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে দ্বিতীয় ও মৎস্য অধিদপ্তর তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও মেলায় অংশগ্রহনকারী অন্যান্য স্টলগুলোকেও পুরস্কার প্রদান করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মোশারফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক মো. মনজুরুল হান্নান। এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য- ‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে’ (Climate is changing. Food and agriculture must too). সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী, কৃষক ও কৃষানী, গণমাধ্যমকর্মী প্রমুখ অংশগ্রহণ করেন।